আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা জেলার কলারোয়ায় হ্যাচারী ব্যবসায়ী শাহিনুরসহ পরিবারের ৪ সদস্যকে গলা কেটে হত্যা মামলায় আরো তিন জনকে আটক করেছে সিআইডি।
উন্মোচন হয়েছে হত্যাকান্ডের মূল রহস্য।
পৃর্বে আটককৃত রিমান্ডে থাকা নিহত শাহিনুরের ছোট ভাই, রায়হানুলের স্বীকারোক্তিতে, আরো ৩ জনকে আটক করে, সিআইডি ঘটনাস্থলের পাশ্ববর্তী পুকুর থেকে, হত্যাকান্ডে ব্যবহৃত চাপাতি ও তোয়ালী উদ্ধার করেছে।
প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী ছোট ভাইয়ের মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে রোমহর্ষক এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
সিআইডি পুলিশের, বিশেষ পুলিশ সুপার আনিচুর রহমান জানান, হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে, মঙ্গলবার রাতে, প্রতিবেশি আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক ও ধানঘরা গ্রামের বাসিন্দা, শাহিনুরের ঘের কর্মচারি আসাদুলকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্যঃ ১৫ অক্টোবর ভোরে সাতক্ষীরার কলারোয়ার খলশি গ্রামে হ্যচারী ব্যবসায়ী শাহিনুর, তার স্ত্রী ছাবিনা, ছেলে সিয়াম হোসেন মাহি (৯) কন্যা তাসনিম (৬)সহ ৪ জনকে গলা কেটে হত্যা করা হয়।
ওই রাতেই শাহিনুরের শ্বাশুড়ি ময়না খাতুন বাদি হয়ে, কলারোয়া থানায় অজ্ঞাতদের আসামী করে, হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় সি আইডি পুলিশকে।
ওই রাতেই, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় নিহতের ছোট ভাই রায়হানুলকে।
পরের দিন রায়হানুলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে রায়হানুল ৫দিনের পুলিশ রিমান্ডে রয়েছে।