ঝালকাঠি প্রতিনিধিঃ স্বাধীনতার মাস উপলক্ষে (২১-৩০ মার্চ) আয়োজিত এই ফটো কনটেস্ট প্রতিযোগিতায় ঝালকাঠি প্রতিদিন সংবাদ ফেইসবুক গ্রুপে পুরো জেলা থেকে অংশগ্রহণ করে ৭৫জন। প্রতিযোগীদের মধ্য থেকে দর্শকদের সবোর্চ্চ কমেন্ট বিচারকদের বিচারে নির্বাচিত সেরা ০৫ জন ভাগ্যবান বিজয়ীদের আকর্ষণীয় গিফট দেওয়া হয়।
ঝালকাঠির রাজাপুর সাংবাদিক ক্লাবের প্রধান কার্যালয়ে ৪ এপ্রিল রবিবার রাতে তিন পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্বপ্নের আলো ফাউন্ডেশন সংগঠন এর প্রতিষ্ঠাতা মোঃ নাঈম ঈমন হাসান ঈমন, স্বপ্নের আলো ফাউন্ডেশন সংগঠন এর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। রবিবার রাতে শেষ হয় বিজয়ীদের মধ্যে পুরস্কার হস্তান্তর পর্ব।
প্রতিযোগিতার পাঁচজন বিজয়ীরা হলেন ঝালকাঠির জিসান, রাজাপুরের মাইনুল ইসলাম, রাফি, সাকিল, আনিস প্রমু্খ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের আলো ফাউন্ডেশন সংগঠন এর প্রতিষ্ঠাতা মোঃ নাঈম ঈমন হাসান ঈমন, স্বপ্নের আলো ফাউন্ডেশন সংগঠন এর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও ঝালকাঠি প্রতিদিন সংবাদ গ্রুপের এডমিন ও মোডারেটর প্যানেল এর সকল সদস্যগণ।