ফারুক আহমদ,বিশ্বনাথ সিলেটঃ
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্হার মান উন্নয়নে উপজেলা ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণের সাথে সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার ১০ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এসএম নুনু মিয়া।
মৃখ্য আলোচকের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রসাশক সুমন চন্দ্র দাস।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমির কান্তি দে এর সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নিখিল পাল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী আব্দুল মতিন,
এসময় উপস্হিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক গৌছ আলী, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, স্ট্যান্ডার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম।
অন্যানের মধ্যে আরো উপস্হিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শিক্ষক নেছার আহমদ, করুনা কান্ত দাস, মাসুক আহমদ, গোলাম রব, আনছার আলী , জাহাঙ্গীর আলম, বিপ্লব, সামছ্উদ্দিন, আব্দুল আহাদ, হিমাংশু রায়, কাজি মাহমুদুর রহমান, সন্টু কান্তি দে, মাওলানা জামাল উদ্দিন, বাদল আচার্য্যসহ উপজেলা মাধ্যমিক, প্রাথমিকসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক শিক্ষিকা, দৌলত পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. দবির মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আর জে সিজিল মিয়া, স্বেচ্চাসেবকলীগ নেতা জমির মিয়া প্রমুখ।