হৃদয়ের ভাঁজে ভাঁজে কতো ছবি আঁকি
কতকাল দূরে থেকে দিবে তুমি ফাঁকি
কাছে এসে ওগো প্রিয় দিতে হবে দেনা
ভালোবেসে হতে হবে এ মনের চেনা।
কতো কথা লিখি আমি করে নিবেদন
তবু ধরা দেয় না তো সেই প্রিয়জন
ভোর হলে পৃথিবীটা ফিরে পায় আলো
কত রাত কেটে যায় তবু নেই ভালো।
অবিনাশী কথামালা ডায়েরিতে লেখা
ঝেড়ে ফেলে দিবো সব দিলে প্রিয় দেখা
মেকি সব আবেগেরা উঁকি ঝুঁকি দেয়
কষ্টরা ভালোবেসে প্রিয় করে নেয়।
আকাশের নীলিমায় চেয়ে থাকি রোজ
কুয়াশার আড়ালেই পাবো তার খোঁজ
বিধানের বিধিমালা মেনে বসে আছি
হয়তোবা প্রিয়তম আছে কাছাকাছি।