বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার জয়নগর গ্রামে সাংবাদিক মিজানুর রহমান মিজানের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
আজ ২৩শে এপ্রিল রোজ শুক্রবার উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের জয়নগর গ্রামের নিজ বাসভবনে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, আবির্ভাব সাহিত্য পরিষদের সভাপতি, চাঁন মিয়া স্মৃতি পাঠাগারের পরিচালক, সহিত্যিক ও প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান মিজানের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্ব মুহুর্তে বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জয়নগর পুরাতন জামে মসজিদের ইমাম মাওঃ মাসুক আহমদ।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, জয়নগর নতুন জামে মসজিদের ইমাম মাওঃ ওলিউর রহমান, মোহাম্মদ পুর জামে মসজিদের ইমাম হাফিজ আব্দুস সালাম, জয়নগর পুরাতন জামে মসজিদের তারাবীর ইমাম হাফিজ বদরুল আমিন মাহিদ, জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম, আব্দুস শহীদ। জয়নগর বিদ্যালয়ে নবনির্মিত ভবনের ইঞ্জিনিয়ার মিনারুল ইসলাম, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মাজহারুল ইসলাম সুহেল, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর বার্তা সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সায়েস্তা মিয়া, সাংবাদিক সমুজ আহমদ সায়মন। আরো উপস্থিত ছিলেন, তেঘরী গ্রামের বিশিষ্ট মুরব্বি নুর মিয়া, জয়নগর গ্রামের মুরব্বি মনির মিয়া, মোহাম্মদিয়া যুব সংঘের সভাপতি মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক জামিল আহমদ, সাবেক সভাপতি রেজা হাসান, অর্থ সম্পাদক সোহেল আহমদ।
আবির্ভাব সাহিত্য পরিষদের সদস্য সাইফুর রহমান শাওন, কামরুল ইসলাম সামাদ, মাহবুবুর রহমান নোমান প্রমুখ।