এ কে এম তুহেম
০৩ রা মার্চ ২০২৪ ইং যুক্তরাজ্যের একটি অভিজাত রেষ্টুরেন্টে সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী দুই বছর মেয়াদী নতুন কমিটি গঠনের জন্য যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন। এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সুবহান, সাবেক সভাপতি আবেদ চৌধুরী, মকদুছ আলী সাবেক সভাপতি, শেখ আমিরুল হক লেচু সাবেক সহ-সভাপতি, এডভোকেট রশিদ আলী সাবেক সেক্রেটারি, মুমিনুর মুরাদ সাবেক সহ-সাধারান সম্পাদক, এম এ সালাম সাবেক অর্থ সম্পাদক, রেজাউল করিম রাজু সাবেক সহ অর্থ সম্পাদক, জাকির হোসেন কয়েছ সাবেক প্রেস এন্ড পাবলিক সেক্রেটারি, আলকাছ আলী সাবেক মেম্বারশীপ সেক্রেটারি।
এসময়উপস্থিত ছিলেন এডভাইজার মনির মিয়া, আফতাব আলী, সাবেক এক্সিকিউটিভ মেম্বার এন্ড ট্রাস্টি বেলাল মিয়া, বুলবুল আহমেদ, আব্দুর রহমান, খালেদ মাসুদ রনি,শাহ দুলাল, আশিক মিয়া, আনোয়ার হোসেন, মাখন মিয়া, রানা মিয়া, আনোয়ার আলী, সাইদুর রহমান রাজু, আলম উদ্দিন, আব্দুল খালিক, মোহাম্মদ আলী, মো: তুহিন, মো: গিয়াস উদ্দিন, সহ আরও অনেক।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট রশিদ আলী। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মুমিনুর মুরাদ এবং ট্রেজারার হয়েছেন এম এ সালাম।
নবগঠিত কমিটির পূর্নাঙ্গ তালিকা ও দায়িত্বশীল ব্যাক্তিবর্গের নাম খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সভার শুরুতে বিগত দুই বছরের কার্যক্রমের হিসাব ও বিভিন্ন বিষয়ে অবহিত করেন ট্রাস্টের ট্রাস্টীদের সদ্য সাবেক কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ। সুন্দর ও সুষ্ঠু হিসেব নিকেশ প্রদান করায় দায়িত্বশীলদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন উপস্থিত সংগঠন সংশ্লিষ্ট ট্রাস্টিগণ।