সুহেল আহমদঃ
প্রফেসর শফিকুর রহমান এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে ওসমানী মেডিকেল কলেজ থেকে ২০২৩ সালের এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় নুসরাত জাহান বৃষ্টি সহ সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডের চরুগাঁও গ্রামের ২০২৩ সালের এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ৮ ডিসেম্বর নগরীর টুকেরবাজারের চরুগাঁও গ্রামের অনুষ্ঠিত হয়।
প্রফেসর শফিকুর রহমান এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোঃ হেলাল উদ্দিন।
জুম্মান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার আবুল কালাম, বিশিষ্ট মুরব্বি হাজী নজির হোসেন, মাষ্টার আব্দুস সামাদ, আব্দুস সাত্তার, তারেক আল মামুন, মোঃ হানিফ আলী, মৌলানা ওসমান গণী প্রমুখ।
অনুষ্ঠানে ২০২৩ সালের এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান বৃষ্টি, এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীবৃন্দ- মানসুফা আক্তার, মোঃ তামিম আহমদ, সোনিয়া আক্তার, আফসানা হোসেন সিমি, সামসুন নাহার আনিকা, মোছাঃ তুহিনা আক্তার সোহানা, শহীদুল ইসলাম শাহারিয়ার, মোছাঃ তাছকিয়া আক্তার তাজিন, লিছান আহমদ, মাহিমা বেগম মিতু, ফাতেহা বেগম, মিলা আক্তার লাবণ্য, আমিনা বেগম তাহিন, মরিয়ম হোসেন তাছনিয়া, আরিফ আহমদ মাহিম, শূচী আলভী আজরাফ এবং হাফিজ আরহাম আহমদ সুমন, হাফিজ ফাহিম আহমদ নাঈম, হাফিজ ইফতেখার হোসেন রাহি-কে সম্মাননা সনদ ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।