মির্জা মাহমুদ রন্টু, নড়াইল প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে নড়াইলে ৫শ’ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। গ্রীণ মুভমেন্ট এনভায়রণমেন্টের উদ্যোগে নড়াইল পৌর এলাকার ভওয়াখালী-বাহিরডাঙ্গা সড়কে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা আওয়ামলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অনিল কুমার বিশ্বাস, জেলা পরিষদের সদস্য রওশন আরা লিলি,নড়াইল সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, গ্রীণ মুভমেন্ট এনভায়রণমেন্টের কর্মকর্তা চৈতী বিশ্বাস,নারী নেত্রী আনজুমান আরা, জেলা যুব মহিলা আওয়ামীলীগের আহবায়ক নাসিমা রহমান পলি, যুগ্ন আহবায়ক সুইটি বিশ্বাস, সঞ্চিতা হক রিক্তা, জেলা যুবলীগের সাবেক আহবায়ক বাবুল কুমার সাহা,বিশ্ব ভরা প্রাণের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পল্লব, অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিত্ত গোপাল বিশ্বাস।
সূত্রে জানা যায়,প্রধানমন্ত্রীর৭৪তম জন্মদিন উপলক্ষে সারা বাংলাদেশে ৭৪ হাজার বৃক্ষরোপণের অংশ হিসেবে নড়াইলে ৫শ’ ফলজ বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হচ্ছে।