রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা, পৌর ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর)”অন্ধকারে সিন্ধুতীরে একলাটি ঐ মেয়ে, আলোর নৌকা ভাসিয়ে দিল-আকাশের পানে চেয়ে ” এই শ্লোগানকে সামনে রেখে,বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়ার নেপথ্যের একমাত্র মহিয়সী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী কে উৎসবমূখর ভাবে উদযাপন করতে বাংলাদেশ ছাত্রলীগ পাটগ্রাম উপজেলা ও পৌর শাখা কর্মসূচী গ্রহন করে।
সকাল ০৯ টা ০১ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন
সকাল ০৯ টা ১০ মিনিটে – ৭১ এর সকল শহীদ , ১৫ই আগষ্টে বঙ্গবন্ধু পরিবার সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন।
সকাল ০৯ টা ১৫ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান।
সকাল ১০ টায়- বঙ্গবন্ধু কণ্যা দেশরত্ন শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকি উপলক্ষে পাটগ্রাম টি এন স্কুল এন্ড কলেজে ৭৫ টি বৃক্ষরোপন।
এর পর শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পাটগ্রাম টি এন স্কুল এন্ড কলেজ মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শাফিন আহমেদ পায়েল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন শুভ,পাটগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মহাজন সাধারণ সম্পাদক নাজমুল হাসান নিরব সহ পাটগ্রাম উপজেলা, পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মী ও সমর্থক বৃন্দ।
Leave a Reply