নাসির উদ্দিন টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যান তহবিল হতে বরাদ্দকৃত অর্থ নন-এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের মাঝে বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ১৭ অক্টোবর বেলা ১১ টায় টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের অফির্সাস ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর ৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ও যুব উন্নয়ন ও শিক্ষা অফিসের কর্মচারী বৃন্দ। বক্তারা বলেন এই করোনা মহামারীতে নন এমপি ও ভুক্ত শিক্ষা প্রতিষ্টানের সকল শিক্ষক ও কর্মচারিদেরকে প্রধানমন্ত্রী প্রনোদনা দিয়েছেন, সহযোগীতা দিচ্ছেন। সরকার সবসময় সুবিধা বঞ্চিতদের পাশে রয়েছে। বক্তব্য শেষে টাঙ্গাইল সদর উপজেলার নন এমপি ভুক্ত কলেজের অধ্যক্ষের কাছে চেক হস্তান্তর করা হয়।
Leave a Reply