মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরের ডাকবাংলা মোড় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ফাতিনাজ ফিরোজ, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু। এছাড়াও এ সময় উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।