শেখ সফিকুল ইসলাম সফিক বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের দৈনিক প্রতিদিনের বাণীর সম্পাদক ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়ার সুস্থতা কামনায় বানিয়াচং মডেল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮মে) ইফতারের পূর্বে স্থানীয় গ্যানিংগঞ্জ বাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন বিশিষ্ট লেখক মাওলানা সিরাজুল ইসলাম।
মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপনের সভাপতিত্বে ও সেক্রেটারী শিব্বির আহমেদ আরজুর পরিচালনায় উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ক্লাবের সম্মানিত উপদেষ্ট গোলাম কিবরিয়া লিলু ও শাহনেওয়াজ ফুল মিয়া।
আরও উপস্থিত ছিলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জীবন আহমেদ লিটন, সহসভাপতি দেওয়ান শোয়েব রাজা, নির্বাহী সদস্য ও দৈনিক আমার হবিগঞ্জের বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, নির্বাহী সদস্য শেখ সফিকুল ইসলাম সফিক, কোষধ্যক্ষ মোঃ আব্দাল মিয়া, প্রচার সম্পাদক ইমদাদুল হক মাসুম, দপ্তর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য ইমতিয়াজ হোসেন লিলু, শাহরিয়ার বিলাশ প্রমুখ।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ মে) রাতে মোহাম্মদ শাবান মিয়া বুকে ব্যথ্যা নিয়ে ঢাকাস্থ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করিয়ে হার্টে কয়েকটি ব্লক ধরা পড়ে। সূত্র জানিয়েছে মোহাম্মদ সাবান মিয়ার হার্টে ঈদের পরে রিং বসানো হবে।