গত ১১ই জুন ২০২১ ইং তারিখে দৈনিক ভোরের দর্পণ সহ কিছু অনলাইন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নড়াইলে অবৈধ ভাবে গাছ কাটছেন ইউ পি চেয়ারম্যান শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ার ম্যান জনাব মো: বুলবুল আহমেদ। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।নড়াইল সদর উপজেলার তুলারামপুর মাইজপাড়া সড়কের তুলারামপুর অংশের রাস্তার উভয় পাশের যে গাছ কাটা হয়েছে তা যথাযথ সরকারী নিয়ম অনুযায়ি স্বচ্ছতার সাথে করা হয়েছে। কোন দূর্নিতি অনিয়মের আশ্রয় নেওয়া হয়নি।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমার এলাকার আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমার জনপ্রিয়তা নষ্ট করার চেষ্টা করছে।
তাই আমি এই মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি