বার্তা ডেস্ক:
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর বার্ষিক আন্তক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ আগস্ট শুক্রবার সকালে সিলেট নগরীর ধোপাদিঘির পূর্বপারে ওসমানী শিশু উদ্যানের সামন থেকে যাত্রা করে গোয়াইনঘাট উপজেলার জফলংস্থ আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আন্তক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি ফারুক আহমেদ, সহ সভাপতি শিহাব উদ্দিন, ইয়াছিন আলী, তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক,আব্দুর শাকুর, সহ সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক সুহেল আহমদ, যুগ্ম সম্পাদক সৈয়দ রাহেল, কেন্দ্রীয় সদস্য ফারুক আহমদ, সদস্য আনোয়ার হোসেন সাহান, আরিফুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুল আলীম, জসিম উদ্দিন সুলতান, গিয়াস রানা।
অনুষ্ঠানে সর্বসম্মতিতে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা কমিটি গঠন করা হয়। উপজেলা কমিটির নেতৃবৃন্দরা হচ্ছেন- সভাপতি তরিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি হারুনুর রশিদ মেম্বার, সহ সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক এম গউস উদ্দিন, সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক এম সাহিদ আলী সাহিদ, সহ সাংগঠনিক সাদিকুর রহমান, লোকমান আহমদ, প্রচার সম্পাদক মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক আবু কয়েছ লিমন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, সমাজ সেবা সম্পাদক কাশিম আলী, ত্রাণ ও দুযোগ বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, অর্থ সম্পাদক বিলাল উদ্দিন, ক্রিড়া সম্পাদক রাসেল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আকবর হোসেন, সদস্য হেলাল উদ্দিন, আসাদ উদ্দিন, খলিলূর রহমান, সাজু আহমদ প্রমুখ।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ক্লাবের সভাপতি সহ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল নবগঠিত জৈন্তাপুর উপজেলা কমিটির গতিশীল নেতৃত্বে ক্লাবটি দিন দিন আরো এগিয়ে যাবে। এই কমিটি ক্লাবের ঐতিহ্যকে ধরে রেখে কার্যক্রমের পরিধি আরো প্রসাতি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।