মো নাহিদ নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পোরশায় সার অবৈধ মজুদ করার কারনে দুই ব্যবসায়ীর ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন ওই জরিমানা আদায় করেন। ব্যবসা প্রতিষ্ঠান দুটি হলো শিশা বাজারের বিকাশ কুমার শাহা পরিচালিত আদর্শ কৃষি বিতান ও নাজমুল আলম পরিচালিত সাইদ ট্রেডার্স। ইউএনও জাকির হোসেন জানান, শুক্রবার বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিশা বাজারের বিকাশ কুমার শাহা পরিচালিত আদর্শ কৃষি বিতানে অবৈধভাবে ৫ হাজার ৫৭ বস্তা ডিএপি ও ১৪৬ বস্তা এমওপি সার মজুদের কারনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল এবং নাজমুল আলম পরিচালিত সাইদ ট্রেডার্সে অবৈধভাবে ডিএপি ৮০২ বস্তা ও এমওপি ২০১ বস্তা মজুদের কারনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো জানান, মজুদ সার গুলি কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে শনিবার কৃষকদের মাঝে সরকার ধায্যকৃত মূল্যে বিক্রির জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এসময় কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল হাই ও পুলিশ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।