মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ বুধবার দুপুর ১ টার দিকে ঝালকাঠি জেলা পরিষদ থেকে সংবাদ সংগ্রহ শেষে মোটর সাইকেল চালিয়ে প্রেস ক্লাবে ফেরার পথে জেলা পরিষদের গেইটের সামনের সড়কে আর.টিভি ঝালকাঠি জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের মোটর সাইকেলকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় ডিবি পুলিশ বহনকারী একটি মাইক্রোবাস। মুহুর্তেই ঐ সাংবাদিক ছিটকে পড়ে যান। এতে তার শরীরে সামান্য ব্যাথা লাগে। তবে তার ব্যবহৃত মোটর সাইকেল, ক্যামেরা এবং মোবাইল ফোনের ক্ষতি হয়েছে।
স্থানীয়রা সাংবাদিক জলিলকে তুলে পাশের চায়ের দোকানে নিয়ে বসিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু ডিবি পুলিশ বহনকারী গাড়ীতে পুলিশ সদস্যদের সাথে ইন্সপেক্টর (ক্রাইম) ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন। গাড়ী থেকে নেমে আহত সাংবাদিকের খোজ না নিয়ে তিনি গাড়ি নিয়ে স্থান ত্যাগ করেন। আর এতে সাংবাদিকদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।