এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
১৮ মার্চ শনিবার ১৬০ টাকায় কুড়িগ্রামের ফুলবাড়ী পুলিশে ট্রেনিং রিক্রুইট কনস্টেবল পদে চাকরি পাওয়া ১১ জনকে সংবর্ধনা দিয়েছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি। শনিবার সকাল ১১ টায় থানা কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান সদ্য চাকুরী পাওয়া কনস্টেবলদের কে ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান। অনুষ্ঠানে সদ্য চাকুরী পাওয়া ১১ পুলিশ কনস্টেবল সহ থানায় কর্মরত পুলিশ সদস্য, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত মাসুদ রানা, মেহেদী হাসান ও শাহ জালাল সবুজ জানান, ছোটবেলা থেকে শুনে আসছি ঘুষ ছাড়া চাকরি হয় না, কিন্তূ ১৬০ টাকায় ঘুষ ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকুরী পেয়ে আমরা খুবই আনন্দিত।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, কুড়িগ্রাম পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আজ ট্রেনিং রিক্রুইট কনস্টেবল পদে চাকরি পাওয়া ১১ জনকে আমরা ফুলের শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা দিয়েছি। ট্রেনিং শেষে কর্মস্থলে যোগদান করে তারা যেন তারা সততা ও নিষ্ঠার সাথে চাকুরী করে দেশ ও জাতির সেবা করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি।