সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
পুলিশের বিশেষ অভিযানে কালাই উপজেলার ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতার কৃত ১৩ আসামী যথাক্রমে ১। কালাই থানার এফআইআর নং-৫/১০২, তারিখ- ০৭ জুন, ২০২২; ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; মূলে আসামী- মোঃ রাবিউল হাসান রক্সি(২৬), পিতা-মোঃ রফিকুল ইসলাম @ রেজাউল , ঠিকানা: স্থায়ী: গ্রাম- হাতিয়র ধাপপাড়া, উপজেলা/থানা- কালাই, জেলা জয়পুরহাট এর হেফাজত হইতে ১৫ (পনের) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন- ০১.৫ (এক দশমিক পাঁচ) গ্রাম, মূল্য অনুমান ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা সহ ধৃত করা হয়।
২। জিআর নং- ২০০/২১ (কালাই), প্রসেস নং-২৪৫/২২, মূলে আসামী মোঃ আসলাম হোসেন, পিতা- মোঃ মুনছুর রহমান, সাং- থুপসাড়া,
৩। জিআর নং- ১৬/১৪৫, প্রসেস নং-২৫৭/২২ মূলে আসামী মোঃ কিবরিয়া, পিতা- ছফের আল
৪। জিআর নং- ১৬/১৪৫, প্রসেস নং-২৫৬/২২ মোঃ এমরান, পিতা- ছফের আলী
৫। জিআর নং- ১৬/১৪৫, প্রসেস নং-২৫৮/২২ মূলে মোঃ রবিউল ইসলাম, পিতা- মোজাফ্ফর হোসেন,
৬। জিআর নং- ১৬/১৪৫, প্রসেস নং-২৬৪/২২ মূলে মোঃ ছানা, পিতা- জাবেদ আলী,
৭। জিআর নং- ১৬/১৪৫, প্রসেস নং-২৫০/২২ মূলে মোঃ শাহজাহান আলী, পিতা- আজির উদ্দীন,
৮। জিআর নং- ১৬/১৪৫, প্রসেস নং-২৬১/২২ মূলে মোঃ ছানাউল, পিতা-মৃত দেলোয়ার হোসেন,
৯। জিআর নং- ১৬/১৪৫, প্রসেস নং-২৫১/২২ মূলে মাহবুল, পিতা- আনিছুর রহমান,
১০। জিআর নং- ১৬/১৪৫, প্রসেস নং-২৬৫/২২ মূলে মোঃ আলম, পিতা- শফির উদ্দীন,
১১। জিআর নং- ১৬/১৪৫, প্রসেস নং-২৬৯/২২, প্রসেস নং-২৬৯/২২ মূলে মূলে মোঃ বাদেশ আলী, পিতা- মৃত আমির আলী, সর্ব সাং- তালোড়া বাইগুনি,
১২। এনজিআর নং- ১৭৬/২১ (সদর বগুড়া), প্রসেস নং২৭৬/২২ মূলে মূলে আসামী মোঃ রাকিব, পিতা- মোমিন সাং- কাজিপাড়া
১৩। জিআর নং- ৬১/১৭, প্রসেস নং-৬১/১৭ মূলে আসামী মোঃ উজ্জল মিয়া, পিতা- আজগর আলী, সাং- একডালা, সর্ব থানা- কালাই এবং জেলা- জয়পুরহাট গণকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।