সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন শহরে শুরু হয়েছে পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক) কর্তৃক আয়োজিত শিল্প ও পণ্য মেলা ২০২২। ছোট্ট একটি জেলা জয়পুরহাট। শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টার সংলগ্ন স্টেশন রোড তালেবুল রাইস মিল মাঠে শুরু হয়েছে পুনাক শিল্প ও পণ্য মেলা ২০২২। মাসব্যাপী চলবে এই মেলা। টিকেট মূল্য ধরা হয়েছে ২০ টাকা। দোকান পাঠ এবং স্টল গুলো বসার কাজ প্রায় পুরোপুরি শেষ। আর তাই মেলা দিন দিন জমজমাট হতে শুরু করেছে। ছুটি পেলেই ক্রেতা এবং দর্শনার্থীরা মেলাতে চলে আসছেন। বলা চলে, শিক্ষার্থীদের জন্য বিনোদনের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে মেলাটি। অনেকেই স্ব-পরিবারে ঘুরতে বেরিয়েছেন। এভাবেই মেলাতে জনসমাগম বৃদ্ধি পাচ্ছে। জনসচেতনতার জন্য প্রায় সবাই মাক্স ব্যবহার করে ঘুরে বেড়ালেও সামাজিক দুরত্ব মানছে না কেউই। যেখানে ওমিক্রনের মতো কঠিন প্রকারের ভাইরাস বাংলাদেশেও দিন দিন ক্রমাগত বেড়েই চলেছে। তাই প্রশাসনের সাথে সচেতন নাগরিকগণও এব্যপারে মেলায় আগত সবাইকে আরো বেশী সচেতন এবং সামাজিক দুরত্ব মেনে চলার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছেন।
জানা গেছে, মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ৫০ টি স্টল থাকছে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৯টা পর্যন্ত। এক মাস ব্যাপী এই মেলা চলমান থাকবে। কোভিড-১৯ এর মধ্যে কিছুটা ঝুকিপূর্ণ হলেও স্বাস্থ্যবিধি এবং সামাজিক দুরত্ব মেনে মেলাটি পুরোপুরি শুরু হলে ক্রেতাদের চাহিদা মিটিয়ে ছোট্ট এই শহরের অর্থনীতিতেও ব্যপক অবদান রাখবে বলে বিশেষজ্ঞগণ মনে করেন।