রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
২৪শে মে,২০২২ মঙ্গলবার , সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি মূলক বক্তব্যের বিরুদ্ধে পাটগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আহসান হাবিব ললাটের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
পাটগ্রাম সরকারি কলেজে দুপুর ১২ টা ১৫ মিনিটে বিক্ষোভ মিছিলটি কলেজ প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে এসে আলোচনায় সভায় মিলিত হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনায় কলেজ ছাত্রলীগ নেতা আহসান হাবিব ললাট বলেন,অবিলম্বে সাইফুর রহমান জুয়েল এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি মূলক বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, না হলে আমরা পাটগ্রাম সরকারি কলেজ ছাত্রলীগ সারা দেশের ন্যায় দুর্বার আন্দোলন গড়ে তুলবো। যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত যেখানেই ছাত্রদল কর্মীদের দেখা হবে তাদের গণধোলাই দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হার্ট,আমাদের হৃদপিণ্ড , ওনাকে নিয়ে কেউ কটুক্তি করবে আর আমরা চুপ করে বসে থাকবো, এটা কখনো হতে পারে না।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এ সময় আরো বক্তব্য প্রদান করেন পাটগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি সাদিকুল ইসলাম সজিব,পাটগ্রাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শাফিন আহমেদ পায়েল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন, পাটগ্রাম পৌর ছাত্রলীগের সভাপতি রাহুল মাহজন সহ পাটগ্রাম উপজেলা,পৌর, কলেজ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।