রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী স্মরণীয় করে রাখতে পাটগ্রাম মহিলা কলেজ চত্তরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে, বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন এমপি।
এরপর তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোতাহার হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করত না। বাংলার মানুষকে সারা জীবন পরাধিন হয়ে থাকতে হত। বঙ্গবন্ধুই তাদেরকে পরাধিনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী স্মরণীয় করে রাখতে পাটগ্রাম মহিলা কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি নির্মাণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, পাটগ্রাম উপজেলা শাখার সম্মানিত সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগ এর সদস্য ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুল হাসান সোহাগ, জেলা আওয়ামী লীগ এর সদস্য মোঃ আব্দুল ওহাব প্রধান, নুরে আলম আজাদ জুয়েল, পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক, পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান নিলু সহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, আওয়ামী লীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।