রাকিব হোসেন,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছেন বলে জানা গেছেন।
উল্লেখ্য যে,আজ সোমবার আনুমানিক দুপুর ২ টায় করোনা উপসর্গ নিয়ে পাটগ্রাম উপজেলা হাসপাতালে ডলি(৬০) নামে এক মহিলাকে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসকগণ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তবে আনুমানিক ৩ টার দিকে হাসপাতালের জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কর্তব্যরত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পারসন
ডাঃ কে, এম, তানজির আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, যেহুতু করোনা উপসর্গ নিয়ে তিনি মারা গেছেন, সন্দেহ করছি করোনা পজিটিভ ছিলেন। মৃত্যুর পরে করোনা টেষ্ট করার ব্যবস্থা ছিলো কি না জানতে চাইলে তিনি জানান, এরকম সুযোগ এখানে নেই।
মৃত্যু হওয়া ব্যক্তির বাড়ি বুড়িমারীর মংলীবাড়িতে বলে নিশ্চিত হওয়া গেছে। মৃতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।