রাকিব হোসেন,লালমনিরহাট প্রতিনিধিঃ আজ ২৪ জুলাই ( শনিবার) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড ডালিম বাড়ি জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মসজিদটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছিলো বলে জানা গেছে। মসজিদটিতে ১৭১ টি পরিবার নামাজ আদায় করেন।মসজিদটি ধর্মীয় যাবতীয় রীতি- নীতি সুনামের সাথে পালন করে আসছে। এলাকাবাসী নিজের উদ্যোগে মসজিদটির দেখভাল করে চলছে দীর্ঘদিন ধরে। তবে দিন যতই যাচ্ছে মসজিদের মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নামাজের কাতারের সংখ্যা বৃদ্ধির জন্য স্থানীয়দের উদ্যোগে ছাদ ঢালাইয়ের কাজ শুরু করলেও আর্থিক সংকটে আছেন মসজিদ কমিটি। মসজিদ কমিটির সভাপতি মোঃ ইসহাক আলী প্রামাণিক মুসলিম ভাইদের উদ্দ্যেশে বলেন, আপনারা সবাই আল্লাহর ঘরে দান করতে এগিয়ে আসলে মসজিদটির কাজ সুন্দরভাবে হবে। আপনাদের দান-ই পারে সমাজের ধর্মীয় বিশ্বাসের জায়গাটি পরিপূর্ণ করতে। মসজিদের ছাদের কাজের জন্য ১৫ লাখ টাকা দরকার হলেও
ইতিমধ্যেই মসজিদটিতে ৯ লাখ টাকার কাজ হয়েছে তবে ৬ লাখ টাকা এখনো ঘাটতি আছে বলে জানান মসজিদ কমিটি।তিনি মসজিদের কাজের জন্য সমাজের বিত্তশালীদের প্রতি সাহায্য – সহযোগিতা কামনা করেন।
মসজিদটির যাবতীয় কাজের জন্য যারা যারা দায়িত্ব পালন করছেন,নুরুল হাকিম( অবঃ সাব -রেজিস্ট্রার ভুমি),অবঃ সার্জেন্ট সিরাজুল ইসলাম ( বাংলাদেশে সেনাবাহিনী), ইঞ্জিনিয়ার মোঃআমানত উল্লাহ প্রধান ( বিএসসি সিভিল), আব্দুর রশিদ প্রধান, ইয়াকুব আলী প্রধান,জাহিদুল ইসলাম,মোঃ বশিরুল হক(কোষাধক্ষ্য)
ফরিদুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
মসজিদে দানের জন্য যোগাযোগ-০১৭৩৪৯২০৪০৬ (বিকাশ নাম্বার)
-০১৭২৯৪২৯৭৮২(বিকাশ নাম্বার)