রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলার পাটগ্রামে ইতি (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ। ৯ জুন, শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের বাউরা বাজার এলাকায় শ্বশুর বাড়ি থেকে ইতির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের শ্বাশুড়ি আমেনা (৫৭) কে আটক করে পুলিশ। ইতি, বাউরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দুলাল মিয়ার ছেলে আল আমিনের স্ত্রী।
আল আমিন পেশায় ট্রাকের হেলপার। ইতি, পাটগ্রাম উপজেলার স্টেশন পাড়ার মোঃ ইস্রাফিল ইসলামের মেয়ে।
তবে, মা দ্বিতীয় বিয়ে করলে ইতি মায়ের সাথে উপজেলার জো়ংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগরে আমেনার দ্বিতীয় স্বামী জহুরুলের বাড়িতেই আসাযাওয়া করতেন।
আল আমিনের বোন দুলালি বলেন, ‘গত কয়েক দিন ধরে আল আমিন বাড়িতে আসেন না। এমতাবস্থায় শুক্রবার রাত ১০ টার দিকে পরিবারের সবাই খেয়ে ঘুমাতে গেলেও ইতি না খেয়ে তার শোবার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে মা খাওয়ার জন্য ডাকতে গেলে ইতির দরজা বন্ধ পান। এক পর্যায়ে দরজার/বেড়ার ফাঁক দিয়ে ইতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মা।
বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ১১টার দিকে পাটগ্রাম থানা পুলিশ ইতির লাশ উদ্ধার করে থানায় নেয়। পরে রাত ৩টার দিকে ইতির শ্বাশুড়ি আমেনা বেগমকে আটক করে থানায় নেয় পুলিশ।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি)ওমর ফারুক গৃহবধূ ইতির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।