হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের অজ্ঞাতনামা পাগলীর সাথে মেলামেশা কালে এলাকাবাসীর নিকট হাতেনাতে ধরা খেলো বড় ভেটখালী গ্রামের ওজি মোড়লের ছেলে আইয়ুব আলী (৩৫)।
জানা যায়, অজ্ঞাতনামা ওই পাগলী গত ১ বছর যাবত ছোট ভেটখালী গ্রামে ঘোরাফেরা করে এবং রাতে ছোট ভেটখালী ৩৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষে থাকেন।
এক পর্যায়ে গত এক মাস আগে পাগলীর পেটে বাচ্চা এলাকাবাসীর নজরে আসে।
এলাকার কিছু লোক পাগলীর ওই থাকার জায়গায় পরিত্যক্ত স্কুলের দিকে নজর রাখে যাতে পাগলীর পেটের বাচ্চার হুদিস মেলে কিনা।
গত ১৭ জুন দিবাগত রাতে স্কুলের পাশে খালে মাছ ধরার সময় এলাকাবাসীরা ওজি মোড়লের ছেলে আইয়ুব আলীকে ওই স্থানে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। রাত আনুমানিক ৯ টার দিকে বড় ভেটখালী গ্রামের, বাশাড়,হায়বুর, আব্দুল্লাহ, সহ কয়েকজন অতি গোপনে পাগলীর বাসস্থান স্কুলের পরিত্যক্ত ঘরে গিয়ে আপত্তিকর অবস্থায় পাগলীর সাথে ধরে ফেলে ওজি মোড়লের ছেলে আইয়ুব আলীকে।
পরে এলাকাবাসী আইয়ুব আলী সহ ওই পাগলিকে শ্যামনগর থানা পুলিশের হাতে প্রেরণ করেন।
এব্যাপারে ১৮ জুন ছোট ভেটখালী গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে আব্দুল জলিল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
শ্যামনগর থানা পুলিশের নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাগলী ধর্ষণকারী আইয়ুব আলীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।