সাজ্জাদুর রহমান, জয়পুরহাট প্রতিনিধিঃ
আজ পহেলা বৈশাখ। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন আরেকটি বাংলা বর্ষ ১৪২৯। ‘মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় বাঙালি।
দিনটি উপলক্ষ্যে বাংলা নববর্ষে জয়পুরহাট টিটিসি কর্তৃক আয়োজন করা হয় মঙ্গল শোভাযাত্রার। অদ্য বাংলা নববর্ষের প্রথম দিন সকালে এ শোভাযাত্রা বের হয়।
বাংলাদেশে করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়নি। ২০২১ সালে এ শোভাযাত্রা হয়েছে খুবই সীমিত পরিসরে। এবার মঙ্গল শোভাযাত্রা চেনা রূপে ফিরেছে।
পহেলা বাংলা নববর্ষ উপলক্ষে জয়পুরহাট টিটিসির অধ্যক্ষ জনাব প্রকৌশলী আসিফ আজিজ সহ বিভিন্ন ট্রেড ইনস্ট্রাক্টরগণ আলাদা আলাদা বাণী ও মতামত ব্যক্ত করেছেন।
Leave a Reply