ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আবার ও ভূমিকম্প হয়েছে। এবার ভূমিকম্পে কেঁপে উঠল আলিপুরদুয়ার জেলা। বুধবার (৮ নভেম্বর ) সকাল ১০ টা ৫১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩•৬। শিলিগুড়িতেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর। আলিপুরদুয়ার ছাড়াও আসামেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই রাজ্যের হাইলাকান্দিতে কম্পন অনুভূত হয়েছে। সেখানে এদিন সকাল ১০টা ৫৯ মিনিটে ৪•১ মাত্রার একটি কম্পন অনুভূত হয়েছে। বুধবার (৮ নভেম্বর ) ভূমিকম্প অনুভূত হতেই আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন বহু মানুষ। বারবার এই ধরনের ভূমিকম্পে রীতিমতো শংকিত সকলেই। বিশেষজ্ঞরা দাবি করছেন, ভারতে আগামী দিনে ভয়ানক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।
Leave a Reply