এশিয়ান ডেস্ক:
সম্পত্তি বিবাদের জেরে বড়ভাইয়ের হাতে খুন হলেন ছোট ভাই। শনিবার (২৪ আগস্ট ) সকালে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলির বাঁশবেড়িয়ায়। এনিয়ে তীব্র চাঞ্চল্য এলাকায়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত বড়ভাইকে গ্রেফতার করা হয়েছে। মৃত যুবকের নাম রাজেন্দ্র ভগৎ (২২)। তিনি বাঁশবেড়িয়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে প্রকাশ, এদিন সকালে ২ ভাইয়ের মধ্যে ঝামেলা বাধে। বচসা চলাকালীন ছুরি নিয়ে রাজেন্দ্রর উপর চড়াও হন সিকান্দার। অভিযোগ,
একের পর এক কোপ মারতে থাকেন তিনি। মাটিতে লুটিয়ে পড়েন রাজেন্দ্র। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। পুলিশকে খবর দিয়ে আহতকে দ্রুত ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা রাজেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন। দিনের আলোয় সবার সামনে ছুরি দিয়ে ভাইকে খুনে আতঙ্কিত এলাকাবাসী।