বার্তা বিভাগঃ
পবিত্র ওমরাহ পালন ও নবীজীর রওজামোবারক জেয়ারত শেষে যুক্তরাষ্ট্রের ফিরে গেছেন এডভোকেট আব্দুর রশীদ লাল মিয়া।
তিনি গত ২রা জানুয়ারী পবিত্র ওমরাহ পালন ও নবী করিম (সাঃ) এর পবিত্র রওজামুবারক জেয়ারতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে সস্ত্রীক সৌদি আরবে আসেন।
মহান আল্লাহ তা’আলার অশেষ মেহেরবানীতে পবিত্র মক্কায় ওমরাহ পালন ও মদিনা মনোয়ারায় মহানবী (সাঃ) রওজা মোবারক জিয়ারত শেষে ১৩ ই জানুয়ারী,২০২৩ তারিখ রাতে পুনরায় যুক্তরাষ্ট্রের নিজ বাড়িতে নিরাপদে পৌঁছেছেন বলে জানা গেছে।
তিনি এক বার্তায় জানিয়েছেন ; মহান আল্লাহর প্রতি লক্ষ লক্ষ শোকরিয়া আদায় করছি ! পবিত্র ওমরা পালনকালীন অনেক আত্বীয়, বন্ধুবান্ধব, পরিচিতজন সহ সামাজিক যোগাযোগ ফেইসবুকে ও বিভিন্ন ভাবে অনেকে নবীজির রওজামোবারকে সালাম পৌঁছানোর আবেদন করে উইস করেছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি !সকলের দোয়ায় ও সর্বোপরি মহান আল্লাহ সুবহানাহু তা’আলার দয়ায় ওমরা পালন করতে পারায় মহান রবের শোকরিয়া আদায় করছি ! মহান আল্লাহ সকলের প্রতি সহায় হউন এমনটাই কামনা করেন তিনি।