মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসাবে নড়াইল সদর হাসপাতালের জন্য আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান উপ-কমিটি কর্তৃক কোভিড আক্রান্ত রোগীদের জন্য জীবনরক্ষাকারী অত্যধুনিক ‘অক্সিজেন কনসেনট্রেটর’ ডিভাইসসহ বিপুল পরিমান সার্জিকাল মাস্ক ও জীবানুনাশক সাবান প্রদান করা হয়েছে। জেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টায় সদর হাসপাতালের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেনজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নিলুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সিভিল সার্জন ডাঃ নাছিমা খানম, সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডাঃ আব্দুস শাকুর, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ মশিউর রহমান বাবু, রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুন্ডু, জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সমাজ সেবক গোলাম মর্তুজা স্বপন, এসময় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।