ভারী বৃষ্টি হলেই অধিকাংশ এলাকা পানির নিচে চলে যায়।
মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল: নড়াইলে অবিরাম বর্ষণে শহরের নিম্নাঞ্চল জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেন, নালা না থাকার ফলে এ জলাবদ্ধতা বাড়ছে। এতে বাড়িঘর জলমগ্ন হয়ে জনদুর্ভোগ পৌঁচেছে চরমে। পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে জনদুর্ভোগ দূর করতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
আষাঢ়ের শুরু থেকে নড়াইলে বৃষ্টির আধিক্য দেখা দিলেও গতরাতে তা কয়েকগুন বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিতে পৌরসভার কুড়ি গ্রাম.ভওয়াখালী, মহিষখোলা, দূর্গাপুরসহ অন্যান্য এলাকা আংশিক দুই থেকে তিন ফুট পানিতে তলিয়ে রয়েছে। কিছু বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে।
এসব এলাকায় জমে থাকা পানির সঙ্গে ময়লা-আবর্জনা মেশায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। গত কয়েক দিনের ভারী বর্ষণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জলাবদ্ধতা থেকে সহসা মুক্তির আশা নেই দেখে কেউ কেউ ইতোমধ্যে নিজের ঘরবাড়িছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকা বাসী জানান মেয়র আসে মেয়র যায় জলাবদ্ধতা থেকে যায়, পৌরসভায় অভ্যন্তরীণ সড়ক ও পয়োনিষ্কাশনব্যবস্থার কোন উন্নয়ন হয় না। দুর্দশাগ্রস্ত মানুষজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমন আশায় না থেকে জলাবদ্ধতা থেকে বাঁচতে স্বেচ্ছাশ্রমে পানি সরানো চেষ্টা চালাচ্ছে।
সদর পৌরসভা নড়াইলের প্যানেল মেয়র কাজী জহিরুল হক বলেন, জনগনের দুঃখ দুর্দশা লাগবে আমরা দ্রুত পদক্ষেপ নেব।