নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় সমর্থীত অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস (আনারস) প্রতিকে ২৬০ ভোট পেয়ে বে-সরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদন্দী স্বতন্ত্র চেয়ারম্যান পদে সৈয়দ ফয়জুল আমির লিটু (মোটরসাইকেল) প্রতিকে ১৭৮ ভোট ও সুলতান মাহমুদ বিপ্লব লড়ছেন ( চশমা) প্রতিকে ১১৩ ভোট পেয়েছেন।
এছাড়া ১ নং ওয়ার্ডের সদস্য পদে খান শাহিন সাজ্জাদ পলাশ (টিউবয়েল), ২ নং ওয়ার্ডে সদস্য খোকন কুমার সাহা (তালা) ও ৩ নং ওয়ার্ডে সদস্য পদে সৈয়দ সামসুল আলম কচি (হাতি) প্রতিক বিজয়ী হয়েছেন।
১ নং সংরক্ষিত সদস্য পদে শাহিনুর আক্তার রুমা (হরিণ) এবং ২ নং সংরক্ষিত সদস্য পদে জেসমিন (ফুটবল) প্রতিক বিজয়ী হয়েছেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান সোমবার বিকালে এ ফলাফল ঘোষনা করেন। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।