মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলে পুলিশের অভিযানে ৩৭৬৫ পিচ ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। ২৬ জুন শনিবার সকালে জেলার লোহাগড়া উপজেলার রামপুর নিরিবিলি পিকনিক কর্ণানের গেটের সামনে থেকে মাদকসহ তাদের আটক করা হয়। আটককৃুতরা হলেন নড়াইল শহরের মহিষখোলা গ্রামের আলী আহম্মেদের ছেলে মোঃ সেলিম হোসেন, অপরজন কক্সবাজার জেলার উখিয়া থানার নালবনিয়া পালংখালী গ্রামের মোঃজাহেদ আলমের ছেলে মোঃ ইউনুস মোল্লা।
লোহাগড়া থানার ইনচার্জ জনাব শেখ আবু হেনা মিলন জানান, গোপর সংবাদের ভিত্তিতে এস আই সুমন হাওলাদার ও এএসআই মোঃ বিল্লাল হোসেন নেতৃত্বে আমরা আসামীদের ধরতে সক্ষম হই। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়। কক্সবাজার থেকে মোঃইউনুস মোল্লা, নড়াইলের সেলিম হোসেনের সহোযোগিতায় নড়াইলে বিক্রিয়ের জন্যে নিয়ে এসেছিল। জিজ্ঞাসাবাদের পর আসামীদের আজ দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।