নড়াইল প্রতিনিধি: নড়াইলে প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দ্বিতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করবেন। ১৭ জুন বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি আরো জানান, জেলায় মোট ৪৭৭টি ঘর নির্মান করা হচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ে ৩২৫টি ঘর নির্মান করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে ১২৫টি ঘর নির্মান করা হচ্ছে। জেলায় মোট ৮কোটি ৫১ লক্ষ ২৫হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এসময় অতিরক্ত জেলা প্রশাসক(সার্বিক) দেবাশীষ চৌধুরী, নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, নড়াইল সাংবাদিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক মির্জা মাহামুদ হোসেন রন্টু, সাংবাদিক মলয় কন্তি নন্দী, হাফিজুর রহমান, মোস্তফা কামাল, নড়াইল নিউজ ২৪.কম এর সম্পাদক ও প্রকাশক শরিফুল ইসলাম বাবলুসহ বিভিন্ন গণমাধ্যমে কর্তরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।