নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে নড়াইল জেলা ও দায়রা জজ মোঃ মশিউর রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তের নাম মো: ফোরকান উদ্দিন ওরফে শাকিল খান। মৃত্যুদণ্ড ছাড়াও তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মামলা সূত্রে জানা গেছে নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামে ভাড়া বাড়িতে বসবাস কালিন পারিবারিক কলহের জেরে ২০১৫ সালে ১১ অক্টোবর গভীর রাতে স্ত্রী মর্জিনা ওরফে বিথিকে তার স্বামী শাকিল খান ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে খুন করে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৩ অক্টোবর ২০১৫ সালে লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।