ফাতেমা খানম মৌ নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে এ শপথবাক্য পাঠ করান।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আসাদ-উজ-জামান মুন্সী, পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশিষ চৌধূরী, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাশ্বতী শীল, পৌর সচিব ওহাবুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।
জেলা আওয়ামীলীগ: জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারন সম্পাদক রেজাউল বিশ্বাসসহ জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগ: জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামান, যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুমসহ জেলা, উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগ: জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারন সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টুসহ জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বীরমুক্তিযোদ্ধা নেৃতবৃন্দ, শিল্পী, সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করেন।