জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
বৃহস্পতিবার সকালে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিত হন এবং জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক টুকু, সাধারণ সম্পাদক মোঃ সামিউল ইসলাম টুলু, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরিফিন রানা, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, জেলা সাংবাদিক ইউনিটি ক্লাবের সভাপতি সৈয়দ শওকত আলী, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জামি, দৈনিক ওশান পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর সিদ্দিক, জহির ঠাকুর, আসাদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার (৩ এপ্রিল) সকালে নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।