মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্থ নড়াইল জেলার সাংবদিকদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। ২৬জুলাই সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর হমানের সভাপতিত্বে অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব খাজা মিয়া,বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ। অন্যানের মধ্যে বক্তব্য দেন নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।প্রত্যেককে ১০হাজার টাকা করে ৬৯জন সাংবাদিকের মধ্যে চেক বিতরন করা হয়।