মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল ঃ নড়াইলে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত বধ্যভূমিতে পুস্প স্তবক অর্পণ ও শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তবে এ বছর করোনা সংক্রমণের কারণে আয়োজন সীমিত আকারে করা হয়েছে। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নড়াইল পৌরসভা, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পন করেন।