মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইলে চলছে ১৮ দিনের মত সর্বাত্মক কঠোর লকডাউন। আজ বৃহস্পতিবার সকাল থেকেই চলছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের টহল। বুধবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জারি করে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১৪ জুন রাত ১২টা পর্যন্ত আবারো লকডাউন ঘোষণা করা হয়।
এ সময় প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত কাচাঁ বাজার, মাছের বাজার, ফলের দোকান খোলা থাকবে। শপিংমল ,ব্যাবসা প্রতিষ্ঠান, হোটেল/রেস্তোরা, মুদি দোকান, চায়ের দোকানসহ সবকিছু বন্ধ থাকবে। তবে জরুরী সেবা লকডাউনের আওতার বাইরে থাকবে।
জেলা সিভিল সার্জন নাছিমা আক্তার স্বাক্ষরিত তথ্যে সূত্রে জানা গেছে, জেলায় ৯৩ জন করোনা আক্রান্ত হয়েছে। করোনাভাইরাস সংক্রামণের নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার শতকরা ৪৬ দশমিক ৭৩ জন।
গত ২৪ ঘন্টায় ১৯৯ জনের নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ৩২০ জনের রির্পোট পেন্ডিং রয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৩২ জন, লোহাগড়ায় ৪৩ জন এবং কালিয়া উপজেলায় ১৮ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৩ জন। জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছে ৫৭ জন। জেলায় এ পর্যন্ত তিন হাজার ২৪৬ জনের করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে সদরে এক হাজার ৬৭৫ জন, লোহাগড়ায় এক হাজার ১০০ জন ও কালিয়ায় ৪৭১ জনের করোনা পজেটিভ। এ পর্যন্ত সুস্থ হয়েছে দুই হাজার ৩০৮ জন সুস্থ হয়েছে। আজ বৃহস্পতিবার পযর্ন্ত ৮৮১ জন করোনায় আক্রান্ত আছে।
এদিকে স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করা এবং সরকার ঘোষিত লকডাউনের আইন অমান্য করার অপরাধে ২৩ জনকে ২০ হাজার ৩০০ টাকা জরিমানা প্রদান করে। এ সময় ২১টি মামলা দায়ের করা হয়।