মির্জা মাহামুদ হোসেন রন্টুঃ নড়াইলে লকডাউন কার্য্যকর করতে তৎপর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
নড়াইলে করোনা প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের রুপগঞ্জ বাজারে অভিযান চালিয়েছে। শনিবার বিকেলে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোঃ রিয়াজুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির প্রমূখ।
জানাগেছে, জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে করোনা প্রতিরোধে সরকারি ঘোষনা বাস্ত বায়ন এবং শতভাগ স্বাস্থ্য বিধী মেনে চলার জন্য এ অভিযান চালানো হয়। স্বাস্থ্য বিধী না মানায় পুলিশ ৪৭ জনকে আটক করেছে বলে জানা গেছে।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন,আমরা জনগনকে সচেতন করতে সাময়িক ভাবে কিছু জনগনকে আটক করে পুলিশ লাইনে রাখছি। সন্ধার পরে অবিভাবকের কাছে হস্তান্তর করা হবে মুচলেকা নিয়ে।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন,সীমান্তবর্তী জেলা না হওয়া সত্ত্বেও নড়াইলে করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। তাই আমরা আংংশিক লকডাউন দিয়েছি। আর এটা কার্য্যকর করার জন্য আমাদের এ অভিযান শুরু হয়েছে এবং অব্যাহত থাকবে।