মির্জা মাহামুদ হোসেন রন্টু: রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে দুস্থ্য পরিবারগুলোর মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করছেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়। করোনাকালীণ এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে।
সোমবার ((১১ মে) রাত ১২টা পর্যন্ত তিনি নড়াইল ভিক্টোরিয়া কলেজ মাঠের চারপাশের বস্তির মানুষদের এবং শহরের মহিষখোলা এলাকার ৫০টি পরিবারের মধ্যে এ সহায়তা বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল,ডাউল,তেল লবন,চিনি, সেমাইসহ নানা উপকরণ।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় এটিএন টাইমসকে বলেন, করোনার সংক্রমণরোধে লকডাউনের কারণে অনেকেই কাজকর্ম করতে পারছেন না। সামনে পবিত্র ঈদুল ফিতর। এসব অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত অসহায় পরিবারগুলোকে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। তিনি বর্তমান সময়ের এই দুর্যোগ মুহুর্তে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ইলিয়াস হোসেন,ওসি (অপারেশন) শিমুল কুমার দাসসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।