ফাতেমা খানম মৌ, নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে “যুগান্তর নাট্য সংসদের ” ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার এ উপলক্ষে যুগান্তর নাট্য সংসদ, নড়াইলের আয়োজনে শোভাযাত্রা ,গণকবরে পুস্পমাল্য অর্পন ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে ঐ স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় যুগান্তর নাট্য সংসদ ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মলয় কুমার কুন্ডু, যুগান্তর নাট্য সংসদের সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।