মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইলঃ নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের দুইটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মাছচাষিরা
নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের বাসিন্দা গোপাল রায় ও রতন বিশ্বাস । দুইজনের ঘেড় পাশাপাশি ।গোপালের ঘেড়ের আয়তন ৬২ শতক আর রতন বিশ্বােসর ৬০ শতক । দুই জনের ঘেড়েই চিংড়ি মাছ ছাড়া ছিল। সঠিক পরিচর্যা করায় মাছ ও ভাল হয়েছিল । কিন্তু গত বুধবার রাতের কোনো এক সময় কে কারা বিষ প্রয়োগ করেছে বলে ধারণা করছেন তারা ।
বৃহস্প্রতিবার সকালে ঘেরে গিয়ে দেখেন সব চিংড়ি মাছ মড়ে ভেসে উঠেছে।
ঘেরের মালিক গোপাল রায় ও রতন বিশ্বাস জানান ,আমাদের সাথে কারো কোন বিরোধ নেই। কে বা কারা কেন এই কাজটি করেছে তা বুঝে উঠতে পারছিনা ।
স্থানীয় জনপ্রতিনিধি ,মহিলা মেম্বার সুন্দরী বালা বাগচী কে ঘেরে বিষ প্রয়োগের বিষয়ে কারা জড়িত থাকতে পারে জানেত চাইলে তিনি বলেন , আমাদের সাতঘড়িয়ার বিলের অধিকাংশ জমি প্রভাবশালীদের দখলে । দুই এক খন্ড জমি যাও কিছু স্থানীয় লোকজন মাছ চাষ করে খাচ্ছিল হয়তবা তাদের মাছ চাষ থেকে দূরে রাখতে এমন কাজ কেউ করতে পারে । বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন ।
স্থানীয় এলাকাবাসী প্রশাসনের নিকট ঘেরে বিষ প্রয়োগের ঘটনায় তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহনের দাবী জানিয়েছে।