নড়াইল প্রতিনিধি: নড়াইলে মে দিবস উপলক্ষে করোনায় কর্মহীন হয়ে পড়া শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
শনিবার ১লা মে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে জেলায় কর্মহীন হয়ে পড়া ১০০ জন বাস, ট্রাক,মাইক্রোবাস শ্রমিককে মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে দশ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি করে ডাল।
মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, নড়াইল জেলা বাস ট্রাক,মিনিবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদেক আহম্মেদ খান প্রমুখ।
মে দিবস উপলক্ষে করোনায় কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উপহার বিতরন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন নড়াইল সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক মির্জা মাহামুদ হোসেন রন্টু তিনি বলেন লকডাউনে দেশে সরকারের আদেশ মেনে গণপরিবহন চালানো থেকে বিরত থাকা সকল পরিবহন শ্রমিকদের সহায়তা করা দরকার বলে মনে করেন। আশাকরি জেলা প্রশাসন এ উদ্বোগ নিবেন। নড়াইল সাংবাদিক ইউনিয়নের পক্ষথেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।