মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল :
মহান বিজয় দিবস উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ অলিয়ার রহমানের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাগ। বিচারকের দায়িত্বে ছিলেন জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা আসলাম খান লুলু, জেলা শিশু একাডেমীর শিক্ষক সৌরভ ব্যানার্জী। অনুষ্ঠানে অভিভাবক ও প্রতিযোগিরা উপস্থিত ছিলেন। #