ফাতেমা খানম নড়াইল:
নড়াইলে নিজহাতে মেশিন চালিয়ে মাসব্যাপী ‘মশক নিধন অভিযান-২০২২’ এর উদ্বোধন করলেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নড়াইল পৌরসভার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা প্রশাসকের বাসভবন চত্বরে মশক নিধন করে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, পৌরসভার সচিব ওহাবুল ইসলাম, নির্বাহী প্রকোৗশলী নয়ন, কাউন্সিলর বাবলু, পৌরসভার কর্মকর্তা, কাউন্সিলরগণসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা জানান, এ কার্যক্রম আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো, এখন নড়াইল পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি পাড়া, মহল্লায় মাসব্যাপী এ কার্যক্রম চলবে।
Leave a Reply