মির্জা মাহামুদ হোসেন রন্টুঃ নড়াইলে ব্রাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি কান্ড কলাপ দেখে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আজ (১৪ জুলাই) সকালে নড়াইল চৌরাস্তায় কিছু মাক্স হাতে করে গরীব অসহায় দুস্থ মানুষদের ঘন্টাব্যাপি দাড় করিয়ে রাখে তারা । অসহায় মানুষগুলো প্রথমে মনে করছে তাদের খাদ্য সহায়তা প্রদান করা হবে। দীর্ঘ সময় দাড় করিয়ে রেখে হাতে একটা করে মাক্স ধরিয়ে দিয়েছে আয়োজকেরা। এতে করে ক্ষেপেছে অসহায় মানুষ গুলো । কিন্তু ভয়ে কেউ কিছু বলেনি।
এসময় একটা করে মাক্স বিতারণ করে ছবি তোলার হিড়িক পড়ে ব্রাক কর্মীদের। আর এই ফটো তোলায় উপস্থিত ছিলেন, ব্রাক জেনারেল স্বমন্বয়কারি মোঃ আবুল সামাদ, এলাকা ব্যবস্থাপক প্রফুল্ল কুমার দাস, ফুয়াদুল ইসলাম সহ অনেকে।
যানা গেছে, নড়াইলে স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির আওতায় কেভিড-১৯ প্রতিরোধ সামাজিক দূর্গ বিনির্মানে মাক্স বিতারণ কর্মসূচি পালন করা হয়।