ফাতেমা খানম নড়াইল জেলা প্রতিনিধি:
সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারী হবে শেষ “ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নড়াইল জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র্যানলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যা লী শুরু হয়ে সিভিল সার্জন অফিস চত্বর প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ নাছিমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। আলোচনা সভায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, ডাঃ সৈয়দ শফিক তমাল, মোঃ মোল্যা ফুরকান আলী, মোঃ ইউসুস আলীসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারি, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।