মির্জা মাহমুদ রন্টু, প্রতিনিধি নড়াইল: নড়াইলে প্রতিবেশীর জায়গা দখল করে রাস্তা নির্মানের অভীযোগ উঠেছে বিজিবি সদস্যসের বিরুদ্ধে।
সরোজমিনে গিয়ে জানা যায়,নড়াইল সদর পৌরসভার ৪নংওয়ার্ডের কালেক্টরেট স্কুল সংলগ্ন পূর্ব পাশে মাহমুদা বেগম ও তার স্বামী ফারুক হোসেন পৈত্রিক ভিটায় ১৯৭০ সাল থেকে বসবাস করে আসছেন । তাদের এই সুখ শান্তির মাঝে বাধা হয়ে দাড়িয়েছেন বিজিবিতে চাকরিরত নায়েক মো: ইখতিয়ার হোসেন । তিনি গত চার বছর আগে রাস্তার ব্যবস্থা না করেই ফারুক হোসেনের বাড়ির পাশেই জমি ক্রয় করে বাড়ি নির্মান
করেন। এত দিন গলী দিয়ে যাতায়াত করলেও এখন রাস্তা বড় করার জন্য জবর দখলের পথ বেছে নিয়েছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ বিষয়ে মাহমুদা বেগম বলেন , আমি ১৯৭০ সাল থেকে এখানে শান্তি পূর্ণ ভাবে বসবাস করে আসছি।বিজিবি তে চাকরিরত মো: ইকতিয়ার হোসেন গত ৪ বছর আগে এখানে বাড়ি করার পর থেকে বিভিন্ন ভাবে আমাদের নির্যাতন করে আসছে।স্থানীয় কিছু সন্ত্রাসী ভাড়া করে ৫ই সেপ্টেম্বর আমাকে ও আমার স্বামীকে মার ধর করে। প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোন সাহায্য না পেয়ে আদালতে মামলা করি। দুই পক্ষের শান্তি বজায় রাখার জন্য উক্ত স্থানের উপর স্থিতির আদেশ দেন বিজ্ঞ আদালত। আদালতের আদেশ অমান্য করে, গত ১৬ই অক্টবর চিহ্নিত কিছু সন্ত্রাসীদের দিয়ে জোর করে আমাদের যায়গায় রাস্তা নির্মাণ করেছে। আমি প্রশাসনের কাছে এর সুবিচার আশা করি।
নায়েক মো. মো. ইখতিয়ার হোসেনের মোবাইল ফোনে ফোন করলে উনার স্ত্রী ইয়াছমিন ফোন রিসিভ করেন। অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এ সম্পত্তি আমাদের ক্রয়কৃত। আমাদের অংশেই রাস্তা করেছি।